ব্লগিং ওয়েবসাইটের জন্য সেরা ১০টি ব্যাকলিংক সাইট?

ব্লগিং ওয়েবসাইটের জন্য সেরা ১০টি ব্যাকলিংক সাইট সম্পর্কে যারা জানেন না তারা জেনে নিতে পারেন। ব্লগিং ওয়েবসাইট এর জন্যে ব্যাকলিংক সাইট খুবই গুরুত্বপূর্ণ? তাই এই সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।
ব্লগিং ওয়েবসাইটের জন্য সেরা ১০টি ব্যাকলিংক সাইট?

অনেকেই ব্লগিং করে থাকেন। তাই তাদের জন্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ব্যাক লিংক সাইট। এটি এসইও তে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে? তাই চলুন জেনে নিই ব্লগিং ওয়েবসাইটের জন্য সেরা ১০টি ব্যাকলিংক সাইট সম্পর্কে।

ব্লগিং ওয়েবসাইটের জন্য সেরা ১০টি ব্যাকলিংক সাইট?

ব্লগিং এর জন্যে এসইও করা খুবই গুরুত্বপূর্ণ? আর এর জন্যে ভুমিকা পালন করে থাকে ব্যাক লিংক গুলো। তাই আপনি যদি ভালো মানের কিছু ব্যাক লিংক তৈরি করতে পারেন তবে আপনার ব্লগ পোস্ট গুলো ভালো মানের র‍্যাংকিং এ পৌঁছে যাবে। তাই ভালো মানের ফলাফল পাওয়ার জন্যে কিছু ব্যাক লিংক সাইট সম্পর্কে জেনে নিন। এই গুলে ক্রমান্বয়ে নিম্নে উল্লেখ করা হলো :

১. কোয়ারা ওয়েবসাইট?
এই সাইট থেকে আপনি ভালো মানের কিছু ব্যাক লিংক তৈরি করতে পারবেন। এই সাইটে প্রবেশ করার লিংক হলো www.quora.com। কোয়ারা হলো প্রশ্নোত্তর এর জন্যে একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ তাদের সকল জিজ্ঞাসা গুলো জিজ্ঞেস করতে পারে। আবার অন্যরা সে প্রশ্নের উত্তর প্রদান করে থাকে।

যারা এখানে ভালো ভাবে ও সুন্দর ভাবে অনেক গুলো প্রশ্নের উত্তর দিতে পারে তারা এখানে বিশ্বাস যোগ্যতা অর্জন করতে পারে। তাহলে আপনি ভালো একজন রিসোর্স দাতা হিসেবে পরিচিত লাভ করতে পারবেন।

তো এই পরিচিতি পাওয়ার ফলে আপনি ভালো একজন রিসোর্স দাতা হিসেবে পরিচিত পাবেন। আপনার উত্তর গুলো তে আপনি ব্যাক লিংকের ব্যবহার করতে পারেন। আপনি যদি নিজেকে নির্ভর যোগ্য করে তুলতে পারেন তবে আপনার দেওয়া ব্যাক লিংক গুলো তে লোক জন প্রবেশ করবে। তাই ভালো ব্যাক লিংক পাওয়ার জন্যে এই কোয়ারা প্ল্যাটফর্মে হয়ে উঠুন একজন প্রো রিসোর্স দাতা।

২. মাইব্লগইউ ওয়েবসাইট
MyblogU ওয়েব সাইটে আপনি কষ্ট করলে ভালো মানের কিছু ব্যাক লিংক পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের ঠিকানা হলো www.myblogu.com। এই সাইটটি মূলত ব্লগার, লেখক ও সাংবাদিকদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। এখানে ওয়েবসাইটের মালিকরা তাদের সাইটের জন্য followed ব্যাকলিংক তৈরি করে নিতে পারবেন। এখানে আপনি চার উপায়ে ব্যাক লিংক তৈরি করে নিতে পারেন।
  • ব্রেইনস্ট্রমস প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার মাধ্যমে।
  • ইন্টারভিউ ও সার্ভে প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার মাধ্যমে।
  • বিভিন্ন ধরণের মিডিয়া ফাইল আপলোড করার মাধ্যমে।
  • সাইট থেকে দেওয়া আর্টিকেল গুলো সম্পাদন করে।
৩. HARRO ওয়েবসাইট
আপনি ব্যাক লিংক তৈরি করার জন্যে আরো একটি জনপ্রিয় সাইট হ্যারো ব্যবহার করতে পারেন। এই সাইট কে অনেকে বিশ্বের সেরা সাংবাদিকদের মিলন মেলা হিসেবে চিহ্নিত করে থাকে। এই সাইটে প্রবেশ করার ঠিকানা হলো www.helpareporter.com। এখান থেকে প্রাপ্ত ব্যাক লিংক গুলো গুগলে র‍্যাংকিং বাড়াতে অনেক সাহায্য করে থাকে। তবে এখানে যথেষ্ট পরিমাণে সময় ব্যয় করতে হয়।

৪. SourceBottle ওয়েবসাইট
এই সাইটটি প্রায় হ্যারো ওয়েবসাইট এর মতোই? এটি সাংবাদিকদের জন্যে একটি বিখ্যাত প্ল্যাটফর্ম। www.sourcebottle.com ঠিকানায় প্রবেশ করে ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এই সাইটে ইমেইল এর মাধ্যমে সাইন আপ করে প্রবেশ করতে হবে। এরপর ইনবক্সে অনেক কোয়েরি গুলো তে যোগাযোগ করে ব্যাক লিংক পেয়ে যেতে পারেন।

৫. Buisness 2 Community ওয়েবসাইট
এটি হলো একটি ব্যবসা সম্পর্কিত ওয়েবসাইট? এখানে ব্যবসা বিষয়ে বিভিন্ন ধরণের পোস্ট করা হয়ে থাকে। এখানে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন ধরণের লেখা, সাক্ষাৎকার ও শ্বেত পত্র প্রকাশ করা হয়ে থাকে।

আবার অ্যাডভারটাইজিং এর মাধ্যমে নিজস্ব বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। এখানে ব্যাক লিংক পাওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হলো নিয়মিত ভাবে পোস্ট করা। তবে পোস্ট সাবমিট করার আগে অবশ্যই আপনাকে এর গাইডলাইন সম্পর্কে ভালো ভাবে পড়ে নিতে হবে।

৬. Biszugar ওয়েবসাইট
ব্যাক লিংক পাওয়ার জন্যে এই ওয়েবসাইট এর অনেক খ্যাতি রয়েছে? এই ওয়েব সাইটে প্রবেশ করার লিংক হলো www.bizsugar.com। এই সাইটে মূলত ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন কনটেন্ট ও ব্লগ প্রকাশ করা হয়ে থাকে। এটি হলো একটি সীমিত আকারের কমিউনিটি। আপনার কোনো ক্ষুদ্র ব্যবসা থাকলে এখানে যোগ দেওয়ার মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন। এখান থেকে প্রাপ্ত ব্যাক লিংক
গুলো খুবই কার্যকর। এই লিংক গুলোর মাধ্যমে আপনার ব্লগ গুলো র‍্যাংকিং এ চলে আসতে পারে।

৭. GrowthHakers
ব্যবসা বাণিজ্য কিভাবে প্রসার করা যায় সে সম্পর্কে এই প্ল্যাটফর্মে আলোচনা করা হয়ে থাকে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে তাদের নিজেদের আইডিয়া শেয়ার করে থাকে। ভালো মানের কন্টেন্ট লেখকরা এখান থেকে বিনামূল্যে ব্যাক লিংক পেতে পারেন। এই সাইটে প্রবেশ করার লিংক হলো www.growthhakers.com। এখানে ব্যাক লিংক তৈরি করার জন্যে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।

প্রথমে আপনাকে সাইটে প্রবেশ করে সাইন আপ করে নিতে হবে? তারপর এখানে নিজস্ব কন্টেন্ট গুলো প্রকাশ করতে হবে। অন্যদের মতামত গ্রহণের অভিজ্ঞতা নিয়ে নিতে হবে। যার ফলে আপনার পরিচিতি আসবে এবং আপনার কন্টেন্ট গুলোও বেশ পরিচিত লাভ করবে। ফলে খুব সহজেই আপনি ব্যাক লিংক পেয়ে যাবেন।

৮. Pen.Io ওয়েবসাইট

এই ওয়েবসাইট হলো একটি সহজ ও সাধারণ প্ল্যাটফর্ম? এই সাইটে আপনি কন্টেন্ট বিহীন পেজ তৈরি করে নিতে পারবেন। সাইটে প্রবেশ করার লিংক হলো www.pen.io। এখানে একাউন্ট করার জন্যে শুধু ইমেইল ও পাসওয়ার্ড এর প্রয়োজন পড়ে। অন্য আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এই সাইটে আপনি বিভিন্ন ধরণের গিভওয়ে প্রোগ্রাম, কন্টেস্ট ইত্যাদি এর ঘোষণা প্রকাশ করতে পারবেন। তবে এই সাইটে একটি বড় সমস্যা রয়েছে। এখানে HTTP তে SSL সার্টিফিকেট ব্যবহার করা হয় নাই। যার ফলে গুগল এটি কে নিরাপদ মনে করে না। যার ফলে এখান থেকে এস ই ও র‍্যাংকিং পাওয়া তেমন সহজ হয় না।

৯. Tumblr ওয়েবসাইট

এই প্ল্যাটফর্মে খুব ভালো মানের ব্যাক লিংক পাওয়া সম্ভব হয়ে থাকে? এই সাইটে প্রবেশ করার লিংক হলো www.tumblr.com। এই সাইট এর লিংক গুলোর ক্ষেত্রে redirect পদ্ধতি অবলম্বন করা হয়েছে। তবে তার পরও এখানে no follow ব্যাক লিংক তৈরি করার ক্ষেত্রে এটির চাহিদা অনেক বেশী। আবার এই প্ল্যাটফর্মে বেশ বড় কিছু কমিউনিটি এর সাথে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। তাই আপনি চাইলে এই tumblr ওয়েব সাইট ব্যবহার করতে পারেন ব্যাক লিংক তৈরি করার জন্যে। এখান থেকে প্রাপ্ত ব্যাক লিংক বেশ কার্যকর ও র‍্যাংকিং বাড়াতে সাহায্য করবে।

১০. Medium ওয়েবসাইট?

এটি বেশ পরিচিত একটি প্ল্যাটফর্ম? এই প্ল্যাটফর্মে প্রবেশ করার লিংক হলো www.medium.com। এই প্ল্যাটফর্ম লেখালেখি করার জন্যে খুবই জনপ্রিয়। এখানে লিংক ইন, টুইটার ও গুগল থেকেও সরাসরি এর কন্টেন্ট প্ল্যাটফর্মে প্রবেশ করা সম্ভব হয়ে থাকে। এটি হলো একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম, যেখানে আপনি অনেক নতুন বিষয় নিয়ে কন্টেন্ট লিখতে পারবেন। এখানে কন্টেন্ট গুলো লিখে তা আবার পোস্ট করতে পারেন কিংবা এই গুলো কে আলোচনা করার জন্যে পোস্ট করতে পারেন।

আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনার পোস্ট করা কনটেন্ট গুলো তে আপনার সাইটের পোস্ট গুলোর ব্যাক লিংক যোগ করতে পারেন। আপনার কন্টেন্ট গুলো যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার ব্যাক লিংকে দর্শক ক্লিক করে প্রবেশ করবে। যার ফলে আপনি আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর পাবেন। যা আপনার ট্রাফিক বৃদ্ধি তে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

ব্যাকলিংক কি?

ব্লগিং ওয়েবসাইটের জন্য সেরা ১০টি ব্যাকলিংক সাইট সম্পর্কে সকল কিছু জানানো হয়েছে। ব্যাক লিংকের মাধ্যমে এক ওয়েব সাইটের পোস্টের সাথে অন্য আরেকটি ওয়েব সাইটের সাথে লিংক করা হয়ে থাকে। একটি ওয়েব সাইট থেকে অন্য আরেকটি ওয়েব সাইটে লিংক করা কে বলা হয় ব্যাক লিংক। গুগলে কোনো পোস্ট র‍্যাংকিং করার জন্যে এই ব্যাক লিংকের প্রয়োজন হয়।

ব্যাকলিংক কেন গুরুত্বপূর্ণ
আপনার ব্লগ পোস্ট গুলো কে যদি এস ই ও না করতে পারেন তাহলে দেখা যাবে এই গুলো ভিজিটরদের কাছে পৌঁছাবে না। আর আপনি যদি ইনকাম করার জন্যে ব্লগ পোস্ট গুলো লিখে থাকেন, তাহলে তো ব্যাক লিংক খুবই গুরুত্বপূর্ণ।

অর্থাৎ আপনার পোস্ট গুলো কে র‍্যাংকিং করা? আপনার পোস্ট যত বেশী পরিমাণে র‍্যাংকিং করবে, তত বেশী পরিমাণে ভিজিটর ভিজিট করবে আপনার সাইটে৷ অতিরিক্ত পরিমাণ ভিজিটর আপনার সাইটে ভিজিট করার ফলে পোস্টে ট্রাফিক হবে। যার ফলে আপনার ইনকামের পরিমাণও বেড়ে যাবে। তাই ব্যাক লিংক খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাকলিংক এস ই ও তে অনেক কাজে আসে।

ব্যাকলিংক কত ধরণের
ব্যাক লিংক হলো এমন একটি লিংক যার মাধ্যমে আপনি এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে লিংক করে দিতে পারেন। এর ফলে আপনার পোস্ট গুলো তে ভালো মানের রিচ আসে। এই ব্যাক লিংক হলো দুই ধরণের। প্রথমটি হলো Do Follow আর অপরটি হলো No Follow লিংক৷ ডু ফলো লিংকের মাধ্যমে এক ওয়েব সাইট থেকে অন্য আরেক ওয়েবসাইটে প্রবেশ করলে এস ই ও আসে। তবে নো ফলো ব্যাক লিংক ব্যবহার করা হলে আবার এস ই ও তে কোনো ধরণের সাহায্য আসে না।

ব্লগিং কি?

ব্লগিং ওয়েবসাইটের জন্য সেরা ১০টি ব্যাকলিংক সাইট সম্পর্কে জেনেছেন। ব্লগারে ব্লগ লেখার প্রক্রিয়া কে বলা হয় ব্লগিং। বর্তমান সময়ে ইন্টারনেট ভিত্তিক একটি জনপ্রিয় পেশা হলো এই ব্লগিং। একটি নির্দিষ্ট বিষয়ের উপর অভিজ্ঞ হয়ে একজন ব্লগার সাধারণত ব্লগ লিখে থাকে। তারা তাদের অভিজ্ঞতায় বিভিন্ন ভাবে ব্লগ লিখে লিপিবদ্ধ করে থাকে। এই লেখা গুলো সাধারণত মানুষ জন পড়ে থাকে। ব্লগিং সাধারণত একটি ডাইরি বা ম্যাগাজিন যেখানে একজন ব্লগার তার অভিজ্ঞতা গুলো প্রদর্শন করে থাকে।

ব্লগিং কিভাবে শুরু করবেন
ব্লগিং ওয়েবসাইটের জন্য সেরা ১০টি ব্যাকলিংক সাইট সম্পর্কে জেনেছেন। যদি ব্লগিং করতে চান তাহলে আপনাকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর চিন্তা করে ব্লগ লিখতে হবে।

আপনি আপনার নির্ধারণ করা বিষয়ের উপর অনেক গুলো তথ্য সংগ্রহ করে নিবেন এবং সে বিষয় গুলো কে ঘিরে আর্টিকেল বা ব্লগ লেখা শুরু করবেন। ভালো ইনকাম করার জন্যে আপনার ব্লগ গুলো হতে হবে ইউনিক ও তথ্য বহুল। আপনি যদি ভালো কোয়ালিটি সম্পন্ন ব্লগ লিখে থাকেন তবে আপনার ব্লগ অনেক সংখ্যক মানুষ পড়বে। যার ফলে আপনার জনপ্রিয়তা বাড়বে।

ব্লগার কারা?

যারা সাধারণত ব্লগ লিখে থাকে তারাই হলো ব্লগার? ব্লগাররা বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ লিখে থাকেন। একজন ব্লগার বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারেন। একজন ব্লগার বিভিন্ন বিষয় যেমন রাজনীতি নিয়ে লিখতে পারেন, গল্প- কবিতা লিখতে পারেন? ধর্ম ও বিজ্ঞান নিয়ে লিখতে পারেন। ব্লগাররা তাদের পোস্ট গুলো লিখে ওয়েব সাইটে প্রকাশ করে থাকেন। একজন ব্লগার কতৃক পরিচালিত হয় একটি ব্লগ ওয়েবসাইট। ব্লগার বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে একটি নির্দিষ্ট বিষয়ের উপর ব্লগ লিখে থাকেন।

কোথায় ব্লগ লিখবেন
ব্লগ লিখার জন্যে অনেক গুলো ওয়েবসাইট রয়েছে৷ আপনি ব্লগ লিখে টাকা আয় করতে চান তাহলে আপনি Blogger.com এ ফ্রি ব্লগ তৈরি করতে পারেন। তারপর এই ব্লগ গুলো তে পোস্ট লিখে সে সব পোস্ট করতে পারেন। তবে আপনি নিজস্ব আর্টিকেল লিখতে চান, তাহলে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে।

আপনি একটি ডোমেইন নেম কিনে ও হোস্টিং ক্রয় করার মাধ্যমে ওয়ার্ড প্রেসে নিজের জন্যে ব্লগ তৈরি করতে পারেন। ওয়ার্ডপ্রেসে আপনি প্লাগইন ও থিম পান। এই গুলোর সাহায্যে আপনি ব্লগ কে অপ্টিমাইজ করতে পারেন। যার ফলে এই গুলো আপনার পোস্ট কে গুগলে স্থান পেতে সাহায্য করবে।

ব্লগার ওয়েবসাইট কি
যে সকল ওয়েব সাইটে সাধারণত ব্লগ লেখা হয় এবং তা পাবলিশ করা হয় তাকে ব্লগার ওয়েবসাইট বলে। ব্লগ হলো এক ধরণের জার্নাল বা তথ্য মূলক লেখা। এই লেখা গুলো সবার সামনে নিয়ে আসার জন্যে প্রয়োজন হয় একটি ওয়েবসাইটের। একজন ব্লগার ব্লগ গুলো

ব্যাকলিংক কি? ১০ প্রকার ব্যাকলিংক তৈরির উপায়

ব্যাকলিংক কত প্রকার
EO Backlink সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়।

EO Backlink সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়।

ব্যাকলিংক (ইংরেজিতে "Backlink") বলতে একটি ওয়েবসাইটে অন্য একটি ওয়েবসাইটে HTML অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করে লিংক দেওয়াকে বুজায়। অর্থাৎ, কোন একটি ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে যে হাইপারলিংক করা হয় সেটিকে ব্যাকলিংক বলে।

গুগল সার্চে একটি ওয়েবসাইটকে র‍্যাঙ্কিং করাতে হলে সাধারানত লিংক বিল্ডিং করতে হয়। কেননা প্রধান সার্চ ইঞ্জিনগুলো ব্যাকলিংককে একটি নির্দিষ্ট পৃষ্ঠার জন্য "ভোট" বিবেচনা করে। এটি কোন পৃষ্ঠার প্রাসঙ্গিকতা, গ্রহণযোগ্যতা এবং আথরিটি বাড়াতে সাহায্য করে।
  • কেন ব্যাকলিংক গুরুত্বপূর্ণ
  • সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং
সাধারণভাবে বলতে গেলে, কোন ওয়েবপেজে যত বেশি ব্যাকলিংক রয়েছে, সেটা র‌্যাঙ্ক করার সম্ভাবনা তত বেশি। (নোটঃ শুধুমাত্র ভালো বা অনেক লিংক থাকলেই হয় না, ভাল কন্টেন্ট ও লাগে)

ব্যাকলিংকগুলি এসইও-এর জন্য বিশেষভাবে মূল্যবান কারণ তারা একটি সাইট থেকে অন্য সাইটে "আস্থার ভোট" হিসেবে বিবেচিত হয়।

আপনার ওয়েবসাইটের ব্যাকলিংকগুলো সার্চ ইঞ্জিনগুলোর জন্য একটি সংকেত যা অন্যরা আপনার কন্টেন্ট সমর্থন করে৷ যদি অনেক সাইট একই ওয়েবপেজ বা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে, তাহলে সার্চ ইঞ্জিন অনুমান করতে পারে যে কন্টেন্টটি মূল্যবান, এবং যা র‍্যাঙ্কিং এ প্রভাব রাখে।

Dofollow ব্যাকলিংক কি
একটি লিঙ্ক যা কর্তৃত্ব বা লিঙ্ক জুস" এক ওয়েবপেজ থেকে অন্য ওয়েবপেজে নিয়ে যায় তা ডুফলো ব্যাকলিংক নামে পরিচিত। এটি সার্চ ইঞ্জিনগুলিকে লিঙ্কটি অনুসরণ করতে এবং লিঙ্কযুক্ত ওয়েবসাইটের জন্য এটিকে আস্থার ভোট হিসাবে বিবেচনা করতে বলে৷ Dofollow ব্যাকলিংক হল এসইও-তে সবচেয়ে মূল্যবান ধরনের ব্যাকলিংক কারণ তারা একটি ওয়েবসাইটের ডোমেন কর্তৃপক্ষকে অবদান রাখে এবং এর সার্চ ইঞ্জিন র‌্যাঙ্কিং বাড়ায়।

Nofollow ব্যাকলিংক কি
একটি nofollow ব্যাকলিংক হল একটি লিঙ্ক যা একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট থেকে কোনো লিঙ্ক রস বা কর্তৃপক্ষকে পাস করে না। nofollow অ্যাট্রিবিউট সার্চ ইঞ্জিনগুলিকে লিঙ্ক অনুসরণ না করতে বা লিঙ্কযুক্ত ওয়েবসাইটের জন্য আস্থার ভোট হিসাবে গণনা করতে বলে। Nofollow লিঙ্কগুলি মূলত স্প্যাম এবং নিম্ন মানের লিঙ্কগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি করা হয়েছিল৷ যদিও nofollow লিঙ্কগুলি সরাসরি একটি ওয়েবসাইটের এসইওতে অবদান রাখে না, তবুও তারা ট্রাফিক চালাতে পারে এবং দৃশ্যমানতা বাড়াতে পারে।

কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন?

ওয়েবসাইটগুলির উপর নির্ভর করে? বিভিন্ন স্তরের গুরুত্ব সহ আটটি বিভিন্ন ধরণের ব্যাকলিংক রয়েছে। এই আটটি ব্যাকলিংক আপনাকে শীর্ষস্থানীয় লিঙ্কগুলি অর্জনের জন্য আপনার লিঙ্ক-বিল্ডিং পরিকল্পনা করতে সহায়তা করে যা আপনার এসইওকে উপকৃত করবে।

১. এডিটোরিয়াল ব্যাকলিংক
একটি এডিটোরিয়াল লিংক (Editorial Backlinks) হল ন্যাচারাল বা অর্গানিক ইনবাউন্ড লিংক যা কোন প্রকার টাকা লেনদেন বা কোন কিছুর বিনিময় হয় না। এই ধরনের লিংকগুলো অর্জিত বা Earned লিংক হিসাবেও পরিচিত।

যে কোনও ওয়েবসাইটের জন্য এগুলো সাধারণত সবচেয়ে মূল্যবান ব্যাকলিংক। কারণ, সম্পাদকীয় ব্যাকলিংক Google এর স্প্যাম নীতি লঙ্ঘন করে না ৷ আবার যখন মানুষজন আপনার কন্টেন্টকে ভ্যালুয়েবল মনেকরে তখনি লিংক করে৷ এডিটোরিয়াল লিংক উপার্জন করতে, আপনাকে লিংক-যোগ্য কন্টেন্ট তৈরি করতে হবে।

এডিটোরিয়াল লিংক উপার্জন করতে, আপনাকে লিংক-যোগ্য কন্টেন্ট তৈরি করতে হবে।
  • অরিজিনাল ও ভালো কন্টেন্ট তৈরি করুন
  • হাই ডোমেন অথরিটি তৈরি করুন
  • ব্র্যান্ড বিল্ডিং করুন
  • গুগলে র‍্যাঙ্কিং করুন
  • কেস স্টাডি, অরিজিনাল রিসার্চ, ডাটা ইত্যাদি প্রকাশ করুন।

ইন্টারনাল ব্যাকলিংক?

ইন্টারনাল ব্যাকলিংক হলো যখন আপনার ওয়েবসাইট এর একটি আর্টিকেল খুব বেশি পরিমাণে সবার কাছে পাবলিসিটি পায় তখন স্বভাবতই আপনার ওয়েবসাইট এর ওই আর্টিকেল এ থাকা বিভিন্ন লিংকগুলোতে ক্লিক বেশি হয়। আর এই ভাবে আপনার ওয়েবসাইট টি গুগলের ফার্স্ট পেইজ এ চলে আসে। এটাই হলো ইন্টারনাল ব্যাকলিংক। এটা ওয়েবসাইট এসই ও এর জন্য অনেক ভালো কাজে আসে।

এক্সটার্নাল ব্যাকলিংক
এক্সটার্নাল ব্যাকলিংক হলো আপনার ওয়েবসাইটের আর্টিকেল থেকে অন্য একটি ওয়েবসাইটের আর্টিকেল এ লিংক এড করে দেওয়া। এই প্রক্রিয়া টি হলো এক্সটার্নাল ব্যাকলিংক।

ব্যাকলিংক সম্পর্কে তো খুব ভালো ধারণা হলো এখন আমরা জানবো একটি নতুন ওয়েবসাইট এর জন্য কি কি ব্যাকলিংক করতে হবে। দেখুন, সব ব্যাকলিংক সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে মেইন ২ টা ব্যাকলিংক গুরুত্ব হারাবে। তাই দুই টি ব্যাকলিংক কে অধিক গুরুত্ব দিয়ে আলোচনা করা হলো। আপনি চাইলে আপনার ওয়েবসাইট এ এই ২ টা ব্যাকলিংক করতে পারেন।
  • নো-ফলো ব্যাকলিংক
  • ডু-ফলো ব্যাকলিংক
নো ফলো ব্যাকলিংক এটি এক ধরনের এইচ.টি.এম.এল অ্যাট্রিবিউট? যা গুগল কে নির্দেশ করে যাতে ব্যাকলিংক এর মাধ্যমে তৈরি ওয়েবসাইট এর উপর কোনো রকম লিংক জুস তৈরি না হয়। লিংক জুস বলতে বোঝায় দুই বা ততোধিক লিংক এর মধ্যে সম্পর্ক যার মাধ্যমে ওই লিংক গুলো শক্তিশালী হয়। নো ফলো ব্যাকলিংক এর ও গুরুত্ব আছে কারণ ডু ফলো ব্যাকলিংক ওয়েবসাইট এর অথোরিটি বাড়ানোর সাথে সাথে স্প্যামিং ও তৈরি করে যার ফলে একটি ওয়েবসাইটের গুরুত্ব কমে যায় গুগলের কাছে। তাই নো ফলো ব্যাকলিংক এর মাধ্যমে একটি ওয়েবসাইটের ব্যালান্স ঠিক থাকে।

গেস্ট পোস্টিং কী ?

গেস্ট মানে অতিথি । তাহলে বুঝতেই পারছেন যে? এইখানে অতিথি হয়ে পোস্ট করার মাধ্যমকে বুঝানো হচ্ছে । আরো সহজ ভাষায় বললে, গেস্ট বা অতিথি পোস্টিং মানে হলো, অন্যের সাইটে গেস্ট বা অতিথি হয়ে কোন আর্টিকেল লেখা । আপনি কারো সাইটের জন্য একটা আর্টিকেল লিখলেন এবং এর বিনিময়ে আপনি বেনিফিটেড হলেন । এটা এমনও হতে পারে যে, আপনার বিজনেস/পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু তৈরি করার মাধ্যমে অথবা আপনার সাইটের জন্য লিংক বিল্ডিং করার মাধ্যমে । তাছাড়া গেস্ট পোস্ট হলো ব্যাকলিংক নেয়ার কিছু হিডেন টেকনিক । যার মাধ্যমে আপনার ওয়েবসাইটের যে ডোমেইন আছে , সেই ডোমেইনে খুব সহজেই হাই অথরিটি বিল্ডআপ করতে পারবেন।

লেখকের মন্তব্য?

প্রিয় পাঠকগণ, আজকের আর্টিকেলটি লেখা হয়েছে ব্লগিং ওয়েবসাইটের জন্য সেরা ১০টি ব্যাকলিংক সাইট সম্পর্কে। আশা করি বিষয়টি সম্পর্কে ভালো ভাবে জানতে পেরেছেন। এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা জানাতে পারেন। পাশাপাশি নিজের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর উপকৃত হয়ে থাকলে অবশ্যই Comments করে জানিয়ে দিবেন,সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিলাম হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি রবিউল ইসলাম আসসালামু আলাইকুম। আল্লাহু সর্বশক্তিমান

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রবিউল নেটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url